চীন-ভারত সীমান্তে শান্তি চায় বেইজিং:চীনা মুখপাত্র

বিশেষ প্রতিনিধি :

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ১৮ই আগস্ট দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতের সফর ও চীন-ভারত সীমান্ত সমস্যা বিষয়ে বিশেষ প্রতিনিধিদের ২৪তম বৈঠকের সংশ্লিষ্ট তথ্য তুলে ধরেন।

চীনা মুখপাত্র জানান, গত বছরের অক্টোবরে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজানে সুষ্ঠুভাবে সাক্ষাত করেছেন। যা দু’দেশের সম্পর্ক উন্নয়নে দিক-নির্দেশনা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ বারের ভারত সফরের সুযোগে, চীন ভারতের সাথে একযোগে দু’দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে চায়। একযোগে দু’দেশের উচ্চ পর্যায়ের আদানপ্রদান বজায় রেখে, পারস্পরিক
রাজনৈতিক আস্থা ও বাস্তব সহযোগিতা জোরদার করে, সুষ্ঠুভাবে মতবিরোধ মোকাবিলা করে দু’দেশের সম্পর্ককে অব্যাহতভাবে স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়নের দিকে এগিয়ে নিতে চায় চীন।

চীন-ভারত সীমান্ত সমস্যা সংক্রান্ত বিশেষ প্রতিনিধিদের বৈঠকটি হচ্ছে দু’দেশের সীমান্ত আলোচনার উচ্চ পর্যায়ের মাধ্যম। গত বছরের ডিসেম্বরে, চীন-ভারত সীমান্ত সমস্যা বিশেষ প্রতিনিধিদের ২৩তম বৈঠক বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এতে দু’দেশের সীমানা নির্ধারণ আলোচনা, সীমানা নিয়ন্ত্রণ, ব্যবস্থা নির্মাণ, সীমান্ত বিনিময় ও সহযোগিতাসহ একাধিক মতৈক্য হয়েছে। এ বছর থেকে, দু’পক্ষ কূটনেতিক যোগাযোগ বজায় রেখে ইতিবাচকভাবে উল্লেখিত বিষয়ে মতৈক্য বাস্তবায়নে কাজ করে আসছে।

এবারের বৈঠক সম্পর্কে তিনি জানান, আগের মতৈক্যের ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক মনোভাব নিয়ে, চীন ভারতের সঙ্গে একযোগে অব্যাহতভাবে উল্লেখিত খাতে গভীর মতবিনিময় করা এবং একযোগে সীমান্ত অঞ্চলের টেকসই শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায়।

ভারত থাকার সময়ে ওয়াং ই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়সঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন উদ্বেগের সমস্যা নিয়ে গভীরভাবে মতবিনিময় করবেন বলে চীনা মুখপাত্র উল্লেখ করেছেন।

সূত্র:আকাশ-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার