
আন্তজার্তিক ডেক্স:
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজ চলাকালে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।
মঙ্গলবার ভোর চারটার দিকে মালুমফাশি এলাকার প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মানতাউয়ের একটি মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন। হঠাৎ সশস্ত্র দুর্বৃত্তরা সেখানে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন।
এ হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য অঞ্চলে প্রায়ই এ ধরনের সহিংসতা ঘটে। জমি ও পানি নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে দীর্ঘদিনের সংঘাতকে এসব হামলার মূল কারণ হিসেবে দেখা হয়। গত জুনেই উত্তর-মধ্য নাইজেরিয়ার এক ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছিল।
কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, হামলার পর সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে উঙ্গুয়ান মানতাউ এলাকায়। তিনি বলেন, বর্ষাকালে বন্দুকধারীরা প্রায়ই খামারের ফসলের আড়ালে লুকিয়ে থেকে স্থানীয় জনগণের ওপর হামলা চালায়।