চান্দিনা সোনালী ব্যাংকের নিচে হঠাৎ করে জ্বলে ওঠে আগুন

চান্দিনা সোনালী ব্যাংকের নিচে হঠাৎ করে জ্বলে ওঠে আগুন

চান্দিনা সোনালী ব্যাংকের নিচে হঠাৎ জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায়। কয়েকজন দৌড়ে এসে কেউ গ্যাস স্প্রে করছে, আবার কেউ বালু ছিঁটাচ্ছে। আগুন ঘিরে উৎসুক জনতার ভীর। আশপাশের দোকানিরা ছোটাছুটি করছেন, কেউ জিজ্ঞাসা করছেন কোথায় আগুন লেগেছে, আবার কেউ বলছেন কিসের থেকে আগুন লেগেছে? আবার কিছুক্ষণের মধ্যে নিভে যায় ওই আগুন।

ওই প্রশিক্ষণে দেখা যায়, গ্যাসের সিলিন্ডারে অগ্নিসংযোগ করে শুধুমাত্র একটি চটের বস্তা দিয়ে কীভাবে দ্রুত আগুন নেভানো যায়। আবার কোনো কিছু না থাকার পরও নিজ হাতে কীভাবে গ্যাসের ওই সিলিন্ডারের মুখ চেপে ধরে আগুন নেভাতে হয়। এছাড়া কোনো কিছুতে আগুন জ্বলে উঠলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের সিলিন্ডার স্প্রে করে কীভাবে আগুন নেভাতে হয়। এমন নানা কৌশলের বাস্তব প্রশিক্ষণ দিচ্ছে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল। এতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ হাতে কলমে প্রশিক্ষণ নেন।

চান্দিনা সোনালী ব্যাংকের কর্মচারী মোবারক হোসেন জানান, গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে যে কেউ ভয়ে ঘর ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যায়। কিন্তু ওই গ্যাস সিলিন্ডারের আগুন যে এতো সহজে নেভানো যায় তা ভাবতেও পারিনি। নিজ হাতে গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো শিখলাম আজ। উপস্থিত যারা ছিল তারাও অনেকে শিখেছে। আমাদের ব্যাংকের ম্যানেজার মো. আবাদ হোসেন স্যারও উপস্থিত ছিলেন।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে আমরা স্কুল-কলেজ, ব্যাংক, হাসপাতাল, হাট-বাজারে মহড়া করে থাকি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার চান্দিনা বাজারের সোনালী ব্যাংকের সামনে ওই মহড়ার আয়োজন করি। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার