ধামরাইয়ে ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

ধামরাইয়ে ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

ঢাকার ধামরাই-টাঙ্গাইল মহাসড়কের নির্মাণ কাজে ব্যবহৃত রোলার গাড়ি, মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম মো. বিপ্লব হোসেন। তিনি কুশুরা ইউনিয়নের বাউজা এলাকার বদরুদ্দীন মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপ্লব হোসেন ধামরাই পৌর শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে মহাসড়কে পৌঁছালে এ দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান। সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা মহাসড়কটি অবরোধ ও ভাঙচুর চালিয়ে যুবক নিহতের প্রতিবাদ জানায়। এ সময় মহাসড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পারিবারিক সূত্র জানায়, যে মারা গেছে সে আর কখনো ফিরে আসবেনা। কাজেই এ নিয়ে মামলা করে কি হবে।  আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি।

ধামরাই থানার ওসি দেবাশীষ সানা বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিবারের লোকজন মামলা করতে রাজি না হওয়ায় লাশটি সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার