ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’

ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আগেই জানিয়ে ছিলেন প্রযোজনায় আসছেন তিনি। এবার নিশ্চিত করলেন তার প্রতিষ্ঠানের নাম। ফারিণ জানান, ‘ফড়িং ফিল্মস’ নামে তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার জীবনরে নতুন অধ্যায় শুরু হয়েছে।

সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ্যের মাধ্যমে ফারিণ তার নতুন পরিচয় নিশ্চিত করেন। এরপর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘নতুন অধ্যায়ের শুরু— ‘ফড়িং ফিল্মস’ আমার প্রডাকশন হাউস। সবাই আমার জন‍্য দোয়া করবেন।’’

এর আগে প্রতিষ্ঠানটি নিয়ে ফারিণ জানান, এ বছরের শেষ দিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান।

তবে ফারিণের এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাতে চাননি তিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু করে এরপর নতুন পরিকল্পনা করবেন এই অভিনেত্রী। তবে প্রতিষ্ঠানটি থেকে আপাতত নিয়মিত কাজ করার প্রকাশ করই প্রধান চ্যালেঞ্জ তার। এদিকে ফারিণ বর্তমানে বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আছে কলকাতার সিনেমায় অভিনয়ের গুঞ্জনও।

এই অভিনেত্রীকে সব শেষ বড় পর্দায় দেখা যায় পরিচালক সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেন শরিফুল রাজ।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার