আলাদা স্থানে থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলাদা স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) উপজেলার নোয়াগাঁ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টিপুরদী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আজ দুপুরে উপজেলার নোয়াগাঁ এলাকার বিজয় নগরের নতুন সড়কে পাশের পরিত্যক্ত জায়গা থেকে রিজওয়ান নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিজওয়ান বারদি ইউনিয়নের ভটের পাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।

রিজওয়ানের রক্তাক্ত মরদেহ ও কিছু দূরে তার অটোরিকশাটি পড়ে ছিলো। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক সেলিম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এদিকে, শুক্রবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টিপুরদী এলাকায় চৈতী কম্পোজিট গার্মেন্টসের পাশ থেকে আব্দুস ছাত্তার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কাচঁপুর হাইওয়ে পুলিশ।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদির জিলানি জানান, ধারণা করা হচ্ছে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার