ভারতে পাচারকালে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ১

ভারতে পাচারকালে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ১

ভারতে পাচারকালে সাভার থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত পাচারকারী সদস্য দেলোয়ার হোসেন (৬১) নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর)  সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির যুগান্তরকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায়  ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধারসহ বহনকারী ওই ব্যক্তিকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে কিছুই  না বলাতে শনিবার ৩ দিনের রিমেন্ডের জন্য তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোয়ালমারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

শাহীনুর কবির বলেন, সাভারের আমিন বাজার থেকে একটি পিকআপ নিয়ে ভারতের উদ্দেশ্যে যাচ্ছিল ঐ ব্যাক্তি। বিষ্ণু মূর্তিটি গাড়ীর ভিতর একটি ফ্রিজের বাক্সের ভেতর লুকানো অবস্থায় ছিল। ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় পিকআপ নিয়ে পৌঁছালে পুলিশ ঐ পিক আপটি তল্লাশি করে। পরে ১৬৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে যার অনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

গ্রেফতারকৃত দেলোয়ারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে করলে জানা যায়, একটি চক্র এই বিষ্ণু মূর্তিকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সে শুধু বহনকারী। সে কাউকে চেনে না।

এ সময় তিনি আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার