চলে গেলেন অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন

দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গাজীপুরে সফররত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আজ বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্ত্রী চামেলী রহমান।

সাঈদুর রহমান রিমন ছিলেন দৈনিক দেশবাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। এর আগে তিনি বাংলাদেশ প্রতিদিন-এর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলানিউজ২৪ডটকম-এর ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেটিভ ইনচার্জ ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক সংবাদ, মানবজমিন, মুক্তকণ্ঠ, বাংলাবাজার পত্রিকা এবং দৈনিক ইত্তেফাক-এ কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক বাংলাভূমির প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন।

তিনি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সিনিয়র সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর সিনিয়র সহসভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সদস্য এবং বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)-র প্রধান উপদেষ্টা। সাংবাদিকতায় অসাধারণ অবদানের জন্য পেয়েছেন বহু সম্মাননা ও পুরস্কার।

অনুসন্ধানী সাংবাদিকতায় তিনি ছিলেন এক পথিকৃৎ ও অনন্য প্রতিভা। পেশাগত নিষ্ঠা ও সততার জন্য ১১ বার স্বর্ণপদক সহ পেয়েছেন বহু সম্মাননা ও পুরস্কার।

 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিআরইউ, ক্র্যাবসহ দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন। একজন সদা অনুসন্ধানী ও নিষ্ঠাবান সাংবাদিককে হারিয়ে সংবাদপত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার