
নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান।
রবিবার (২০ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ ঘটনা ঘটে।
এই কর্মসূচিতে জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আগামী শনিবার শিক্ষার্থীদের তাদের অভিভাবকসহ কলেজে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।