ফরিদপুর-১ আসনে বড় চমক! সাবেক এমপির পুত্র ড. সৈয়দ জাভেদ সালেহউদ্দিন পাল্টে দিতে পারেন ভোটের হিসাব

ফরিদপুর-১ আসনে বড় চমক! সাবেক এমপির পুত্র ড. সৈয়দ জাভেদ সালেহউদ্দিন পাল্টে দিতে পারেন ভোটের হিসাব

ফরিদপুর ১ (মধুখালী,বোয়ালমারী,আলফাডাঙ্গা) আসনে আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিন পুত্র এডভোকেট ড.সৈয়দ জাভেদ সালেহউদ্দিন পাল্টে ফেলতে পারেন সকল ভোটের হিসাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসন সংরক্ষিত রেখে প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

এর মধ্য ফরিদপুর-১(মধুখালী ,বোয়ালমারী, আলফাডাঙ্গা) আসনটি অন্যতম। উল্লেখ্য,এ আসন থেকে ফরিদপুরের কিংবদন্তি নেতা ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিন ১৯৭০ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পাকিস্তানের মন্ত্রী আব্দুস সালাম খানকে পরাজিত করে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) হন। মুক্তিযুদ্ধ পরবর্তী ১৯৭২ সালে গণপরিষদ সদস্য হিসাবে বাংলাদেশের মূল সংবিধানে স্বাক্ষর করেন।

১৯৭১ তিনি ভারতে বসে ভারতীয় সম্প্রসারণবাদী ভূমিকার বিরোধিতা করেন সেকারণে তাকে ১৯৭৩ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নমিনেশন দেয় নাই। তিনি অতঃপর ফরিদপুর ৩ ( বর্তমান ফরিদপুর ১) থেকে স্বতন্ত্র হিসাবে সংসদ নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের সহসভাপতি ও মন্ত্রী গৌরচন্দ্র বালাকে পরাজিত নির্বাচিত হন।

সেসময় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক দল ভাসানী ন্যাপ এ যোগদান করে প্রথম জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করে সংসদে আওয়ামী দুর্শাসনের প্রতিবাদ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি সহযোগিতা করেন। বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান পাবনার এডভোকেট নাজমুল হক নান্নু একথা জানিয়েছেন। ১৯৮১ ব্যারিস্টার সালেহউদ্দিন বাংলাদেশ জাস্টিস পার্টি প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৮২ স্বৈরাচারী এরশাদ শাসনের বিরুদ্ধে খোন্দকার মোশতাক আহমেদর নেতৃত্বে ১২ দলীয় ঐক্য জোটের শরিক দল হিসাবে জাস্টিস পার্টিকে নিয়ে এরশাদবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ১৯৮৩ সালে ইন্তেকাল করেন।

তার ইন্তেকালে বাংলাদেশ জাস্টিস পার্টি বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে রাজনৈতিক সংগ্রামে লিপ্ত ছিলো। এর ধারাবাহিকতায় সাবেক মন্ত্রী জনাব মোস্তফা জামাল হায়দার’র নেতৃত্বে ১২দলীয় জোট গঠিত হলে বাংলাদেশ জাস্টিস পার্টি স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য ১দফা দাবিতে রাজপথে প্রত্যক্ষ আন্দোলনে অংশগ্রহণ করে যার নথি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ১ থেকে দলের একমাত্র প্রার্থী হিসাবে দলীয় সভাপতি এডভোকেট ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিনকে ফরিদপুর-১ আসন থেকে মনোনয়ন প্রদানের জন্য ১২ দলীয় জোটের চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার এর সাথে ইতোমধ্যে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১২ দলীয় জোটের জোটভুক্ত দল হিসেবে বাংলাদেশ জাস্টিস পার্টির আন্দোলন সংগ্রামে সংলাপে থাকার রেকর্ড বিদ্যমান ।

মোস্তফা জামাল হায়দার বলেন,কার্যত ১২ দলীয় জোটের বিলুপ্তি ঘটেছে। দলগুলো আলাদাভাবে তাদের প্রার্থীদের নাম লন্ডনে পাঠাচ্ছে। বাংলাদেশ জাস্টিস পার্টি একক প্রার্থী হিসেবে দলের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিন পুত্র পার্টির বর্তমান সভাপতি ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিনের নাম প্রস্তাব করা হয়েছে। পিতার মতো তিনিও উচ্চশিক্ষিত আদর্শবান একজন ব্যক্তি ।

ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন ২০০৭ সালে অনুষ্ঠিতব্য বাতিল ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সংসদ সদস্য পদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। গণচীনের কোম্পানি সিআরসিসি’র সাবেক আইন উপদেষ্ঠা।শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার বেঙ্গল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা। ব্যারিস্টার সালেহউদ্দিন টেকনিকাল কলেজের প্রতিষ্ঠাতা।

২০০১ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনুমোদিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য। অধুনালুপ্ত জাতীয়তাবাদী আইনজীবী বুদ্ধিজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা। ফখরুদ্দিন মইনউদ্দিন সরকারবিরোধী আন্দোলন সময় বামপন্থী নেতা কমরেড নুরুল হক মেহেদীর নেতৃত্বে গঠিত ন্যাশনাল ফ্রন্টের কেন্দ্রীয় নেতা। বারংবার পুলিশি হামলার শিকার।

তারই সুযোগ্য নির্দেশনায় আমরা একদফা দাবিতে বিএনপির সাথে রাজপথে যুগপৎ আন্দোলন সাথী। ১২ দলের মধ্যে কতিপয় ব্যক্তির কারণে তাদের অবদানকে খাটো করে দেখার জন্য কেউ কেউ চেষ্টা করেছেন সেটি সম্পর্কে ১২ দলীয় চেয়ারম্যান অবগত। এমতাবস্থায় দলের মহাসচিব বিএনপি গুলশান কার্যালয় গেলে সেখান থেকে তাকে জানান ফরিদপুর ১ আসনে প্রার্থী হিসাবে আমাদের দলের সভাপতি ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিনের সম্ভাবনা আছে। ফরিদপুর ১’র বিএনপি নেতাকর্মীরা অভ্যন্তরীণ কারণে দ্বিধাবিভক্ত। সেখানে তারা একজন সৎলোক খুজছেন। ফরিদপুর ১ থেকে বিএনপির নেতানেত্রীরা ক্রমাগত যোগাযোগ করে জানাচ্ছে, তারা দলীয় চেয়ারম্যান এর প্রতি পূর্ণ সমর্থন দেবেন।

এমতাবস্থায়,ফরিদপুর ১ (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা) এলাকার জন্য ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহ উদ্দিন ব্যতীত অন্য কাউকে উপযুক্ত প্রতীয়মান হচ্ছেনা। তিনি মনোনয়ন পেলে এই আসনটি জাতীয়তাবাদী শক্তির অন্যতম সহযোদ্ধা বাংলাদেশ জাস্টিস পার্টির ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করবেন এবং আসনটি ফরিদপুর জেলার মধ্যে জাতীয়তাবাদী শক্তির ঘাটি হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার