নারায়ণগঞ্জে নাহিদ একক নির্বাচন করবে এনসিপি

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
একক নির্বাচন করবে এনসিপি, প্রার্থী দেবে না খালেদা জিয়ার আসনে সিদ্ধিরগঞ্জে জুলাই যোদ্ধা সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা স্পষ্টভাবে বলেছি, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের ৩০০ আসনই লক্ষ্য। তবে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখায় খালেদা জিয়ার সম্মানে আমরা ওইসব আসনে প্রার্থী দেবো না। এছাড়া আমরা সব আসনেই শাপলা কলি মার্কার প্রার্থী দেবো।

বুধবার (৪ অক্টোবর) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় সম্প্রতি মারা যাওয়া জুলাই যোদ্ধা সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিন ভাই মারা যাওয়ার কয়েকদিন আগে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দ্বারা হেনস্তার শিকার হয়েছিলেন। এতেই বোঝা যায়- বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেসব জুলাই যোদ্ধা রয়েছেন, তাদের সবারই নিরাপত্তা সংকট রয়েছে। জাতীয় নাগরিক পার্টি ওইসব মানুষের পাশে আছে। তবে শুধু আমরাই নই, সরকার এবং সব রাজনৈতিক দলের এ দায়িত্ব কাঁধে নিতে হবে। কারণ এই মানুষগুলোর লড়াইয়ের ফলেই আমরা সফল হয়েছিলাম এবং ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার